পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি
যখন বন্ধু হিসেবে ভাবতে পারো না তখন বন্ধুত্ব কেনো করো?
আজ আমরা সবাই জানি ভার্চুয়াল বন্ধুত্বের কথা।ভার্চুয়াল বন্ধুত্ব বলতে বুঝায় কোন দিন কাওকে না দেখে বা না জেনেই অনলাইনে আলাপ এর মাধ্যমে বন্ধুত্ব বুঝায়, আমরা এর সহজ উদাহরন হিসেবে দেখাতে পারি যে ফেসবুক ইউজারদের কথা বলতে পারি এখানে আমরা অনেকেই অনেক কে চিনি না কিন্তু তবু ও তাদের রিকোয়েস্ট সেন্ট করছি এবং তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলছি, কিন্তু এই বন্ধুত্ব পুরোটাই কাল্পনিক ও মিথ্যা, অনেককেই দেখা যায় যে তারা প্রেম নামক সম্পর্কে জরিয়ে পরছে ফেসবুক থেকে চিনা জানা এবং কথাপকথোনের মাধ্যমে।
কিন্তু এই সম্পর্ক কতটা শক্ত তা নিয়ে প্রশ্ন থেকে যায়, বেশিরভাগ সময় দেখা যায় খুব অল্প দিনে এই সম্পর্ক টিকে থাকে এবং সম্পর্ক ন্স হয়ে যায়খুব শিঘ্রহি এর মুল কারন হল ভার্চুয়াল যেহেতু তাদেরে মাঝে সম্পর্ক গড়ে উঠেছে ভার্চুয়াল বা কাল্পনিক ভাবে সেহেতু তাদের সম্পর্কের মাঝে সর্বদা একটা কাল্পনিকতা থেকে যায়, এবং অনেক কিছু গোপন হয়ে যায় যার জন্য এটা ঘটে। আবার এই ভার্চুয়াল জগত আমাদের মাঝে এমন ভাবে জরিয়েছে যে আমরা চাইলেও এর থেকে বেরোতে পারবো না,
আগেরকালে মানুষের মাঝে দারুন বন্ধুত্ব দেখা যেতো সেখানে ছিল অনেক বিশ্বাস কিন্তু আজ এই বিষয় পাওয়া খুবই কঠিন, ভার্চুয়াল জগতের প্রভাবে এটাও ভারচুয়াল রুপ নিয়েছে
আর বন্ধুত্ব হয়ে গেছে কাচের শোপিচের মতন যার যত্ন না নিলে শেষ হয়ে যায় বা ভেজ্ঞে যায়, সাধারন কথা বলার আগেও কয়েক বার ভেবে নিতে হয় যে আমি যা বলতে চাচ্ছি তা তার পচ্ছন্দ না হলে আমাদের বন্ধুত্ব শেষ কিন্তু আগের সময় এরকম কিছু ছিলোনা আমরা সভ্যতার হাত ধরে অনেক দুর এগিয়ে চলেছি কিন্তু আমাদের যে কোনো সম্পর্ক হয়ে গিয়েছে অনেক হাল্কা আর যে কোনো সময় তা ভেজ্ঞে যাতে পারে
এক সময় মানুষ ভাবত বন্ধুত্বের উপর কোনো সম্পর্ক হতে পারে না কিন্তু আজ মানুষ ভাবে আজ ও যাবে কাল আমি নতুন বন্ধু পাবো ,আর এরজন্য আমরা আর বেশি আগ্রহ প্রকাশ করছি এই ভার্চুয়াল জগত কে ,
ভার্চুয়াল জগতের বাইরেও যে একটা জগত আছে তা আমাদেরে মনে রাখতে হবে এবং সর্বদা ন্যায় ও নবিদের দেখানো পথে চলে নিজেদের জীবনকে গড়তে হবে । এবং আমাদের বন্ধুত্ব যেন দৃড় হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সবাই ভালো থাকুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পরুন এবং কখনো মিথ্যা কথা বলিবেন না। অবশ্যই আল্লাহ মিথ্যা বাডীকে পছোণ্ড করেন না
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment